২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:১৪:৩৫ পূর্বাহ্ন
ধনী দেশগুলোর কারণে শিশুদের পরিবেশ নষ্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২২
ধনী দেশগুলোর কারণে শিশুদের পরিবেশ নষ্ট

সারা বিশ্বে ধনী দেশগুলোর কারণে, নষ্ট হচ্ছে শিশুদের বেড়ে ওঠার পরিবেশ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ।

সম্প্রতি ৩৯টি দেশের ওপর গবেষণাটি চালিয়েছে ইউনিসেফের ইনোসেন্টি রিসার্চ সেন্টার। নির্বাচিত দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এই দুটি সংস্থার যেকোনো একটির অন্তর্ভুক্ত।

গবেষণাটি ভিত্তি করা হয় কীটনাশক, বাড়ির আর্দ্রতা, সিসার বিষক্রিয়া, পর্যাপ্ত আলো এবং বর্জ্য উৎপাদনের ওপর। রাষ্ট্রগুলোকে দূষণ এবং বর্জ্য উৎপাদন কমাতে বলা হয় প্রতিবেদন প্রকাশের সময়। তুলনামূলকভাবে ভালো করেছে স্পেন, আয়ারল্যান্ড এবং পর্তুগাল।

কিন্তু গবেষণা চালানো একটি দেশও সুস্থ পরিবেশ দিতে পারছে না শিশুদের। গবেষণা চালানো দেশগুলোর মধ্যে অতিমাত্রায় সিসা পাওয়া গেছে দুই কোটির বেশি শিশুদের রক্তে।

শেয়ার করুন