বেসকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের কম্পিউটার ও সোস্যাল মিডিয়ার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রকল্প গত এপ্রিল, ২০২২ থেকে বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় এপ্রিল থেকে জুন, ২০২২ ইং পর্যন্ত ৫৬ জন প্রশিক্ষনাথী প্রশিক্ষণ গ্রহন করে। ৩ অক্টোবর ২০২২ ইং তারিখে পবা উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার জনাব ইমাম হাসান শামীম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের হতে সদনপত্র তুলে দেন।
এসময় তিনি বলেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য বিষয়। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণ শেষ কথা নয় প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে প্রশিক্ষণ প্রদান ও গ্রহণের স্বার্থকতা পরিলক্ষিত হবে।
অনুষ্ঠানে লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন সকল প্রশিক্ষণার্থীদের দক্ষ ও সফল জনগোষ্ঠি হিসেবে প্রতিষ্ঠিত হতে সর্বাত্মক সহযোগিতা প্রদান ও পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান উপস্থিত ছিলেন।