২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৩১:০০ পূর্বাহ্ন
‘ভণ্ডামি’ করছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২২
‘ভণ্ডামি’ করছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

পুলিশ হেফাজতে ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পরেছে। 

এ বিক্ষোভ দমনে কঠোর নীতি অবলম্বন করছে ইরানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের ওপর যেসব দমন-পীড়ন চালানো হচ্ছে সেগুলোর সঙ্গে জড়িত ব্যাক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি।

এক বিবৃতিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।  

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সমান অধিকার এবং মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শিক্ষার্থী ও নারীসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

মাসা আমিনির মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেছে ইরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার টুইটে বলেছেন, মানবাধিকার নিয়ে কথা বলার আগে যদি তিনি (বাইডেন) তার নিজ দেশের মানবাধিকারের বিষয়টি দেখতেন তাহলে ভালো হত। যদিও ভণ্ডামির কোনো কিছু ভাবার প্রয়োজন নেই।

তিনি আরও বলেছেন, ইরানের ওপর আরোপিত অসংখ্য নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাবা উচিত। যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অবশ্যই মানবতাবিরোধী অপরাধ।

এদিকে এর আগে সোমবার ইরানের বর্তমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 

শেয়ার করুন