০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৩:২৬ অপরাহ্ন
ফের রাশিয়ার মিসাইল হামলা
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২২
ফের রাশিয়ার মিসাইল হামলা

ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানিয়েছে, মঙ্গলবার সকালে ফের মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা।

ফেসবুকে তারা লিখেছে, শত্রুরা উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে। 

রাশিয়া মঙ্গলবার কিয়েভ ও লভিভে মিসাইল ছুড়েছে। 

ইউক্রেন জানিয়েছে, সকাল ৭টার দিকে রাশিয়ার দুটি বিমান থেকে মিসাইলগুলো ছোড়া হয়েছে। তারা দাবি করেছে, চারটি মিসাইল ভূপাতিত করেছে তারা।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সকালে হামলার আগাম সতর্কতা সংকেত (সাইরেন) বেজে ওঠে। টেলিগ্রামে একটি পোস্টে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। 

কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, একটি বিভাগে একটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। 

কামেলতোনস্কি বিভাগের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি বলেছেন, কামেলতোনস্কিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে।

ভিনিস্তিয়া অঞ্চলের গভর্নর সের্গেই বোরজোভ টেলিগ্রামে বলেছেন, এখানে আঘাত হানা হয়েছে।

এর আগে সোমবার ইউক্রেনজুড়ে সিরিজ মিসাইল হামলা চালায় রুশ সেনারা। সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবারের হামলায় ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 

লভিভের গভর্নর জানিয়েছেন মঙ্গলবার জ্বালানি অবকাঠামোর ওপর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

শেয়ার করুন