২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:২৭:৩৮ পূর্বাহ্ন
বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 

বুধবার রাত ১২টার দিকে উত্তরবঙ্গগামী সারবোঝাই মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাত থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল। 

বুধবার সকালে ৮ ঘণ্টা চেষ্টার বগিটি উদ্ধার করা হয়। পরে ঢাকার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়। 

জয়দেবপুর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, বগি লাইনচ্যুত হওয়ায় আশপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। বুধবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শেয়ার করুন