২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:০৩:১৬ পূর্বাহ্ন
সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২২
সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল

 রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক মাদরাসা মাঠের সমাবেশে যোগদান করেন।

এর আগে শুত্রবার রাতে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছান তিনি। রাজশাহী মহানগরেরর একটি হোটেলে রাত্রিযাপন করেন। এরপর দুপুরের দিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভচ্ছা জানান। এ সময় হাত নেড়ে তিনি নেতাকর্মীদের অভিনন্দন জানান।

এদিকে দুপুর না গড়াতেই জনসমুদ্রে পরিণত হয়েছে রাজশাহী মাদরাসা মাঠ, ঈদগাহ, পদ্মাপাড়সহ সড়কগুলো। শহরজুড়ে লাল-সবুজ পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন, সহসভাপতি মামুনুর রশিদ খান, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম, চন্দন রহমান, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে।

এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন