 
                         
                    
                                            
                        
                             
                        
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এখনো চলছে এই যুদ্ধ। আলোচনার মাধ্যমেই ইউক্রেন সঙ্কট সমাধান হবে বলে আশা করছে চীন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক ব্রিফিংয়ে এ কথা জানান। খবর তাসের।
তিনি বলেন, চীন আশা করে যে সবপক্ষই সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তাদের প্রচেষ্টা জোরদার করবে এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক স্তরে বর্তমান সংকটের দ্রুত সমাধান অর্জন করবে।
উভয়েই সংঘাত কমিয়ে আনা এবং মানবিক বিপর্যয় এড়াতে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে সম্মত হন।

