২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৭:৫৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
লংকানদের ১৪৫ রানের টার্গেট দিল আফগানিস্তান
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২২
লংকানদের ১৪৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

শ্রীলংকার সামনে লড়াকু টার্গেট দাঁড় করিয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এশিয়ান চ্যাম্পিয়ন লংকানদের করতে হবে ১৪৫ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।

মঙ্গলবার ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

আজকের ম্যাচটি দুদলের জন্যই ডু অর ডাই ম্যাচ। তাই উভয় দলই চাইবে জয় তুলে নিয়ে বিশ্বকাপে সেমির দৌড়ে টিকে থাকতে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান জমা করে। এরপর আর রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি রান বাড়াতে পারেননি। সপ্তম ওভারের প্রথম বলে রহমানউল্লাহকে (২৮) বোল্ড করেন লাহিরু কুমারা।

দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন উসমান। ১১তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন হাসারাঙ্গা। উসমান ২৭ রান করে মাঠ ছাড়েন। দলীয় স্কোর তখন ৬৮। ইব্রাহিম বিদায় নেওয়ার পর আর বড় কোনো জুটি তৈরি হয়নি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ডেথ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। শেষ ওভারে হাসারাঙ্গা জোড়া আঘাত হানেন। এতে করে দেড়শ ছোঁয়ার পরিকল্পনা ভেস্তে যায় আফগানদের। 

লংকানদের হয়ে হাসারাঙ্গা ৩টি, লাহিরু কুমারা ২টি, রাজিথা ও ধনঞ্জয়া একটি করে উইকেট লাভ করেন।

শেয়ার করুন