ইসরাইলের বিমানবাহিনী শনিবার রাত থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে।
এর আগে গত ৩ নভেম্বর ফিলিস্তিনে বিমান হামলা চালায় ইসরাইল। খবর তাসের।
ইসরাইলের সেনাবাহিনীর দাবি, শনিবার সন্ধ্যায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের গাজা থেকে ছোড়া বেশ কয়েকটি রকেট আঘাত হানে।
এর জবাবেই ইসরাইল বিমান হামলা শুরু করেছে বলে দেশটির সেনাবাহিনীর দাবি।
তবে, এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বেজে উঠে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের শতর্ক করে ইসরাইল। এর পরই ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরাইল।
ইসরাইলের দাবি, তাদের সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে হামাসের একটি অস্ত্র কারখানা ধ্বংস করেছে। এছাড়া একটি টানেলও ধ্বংস করার দাবি করেছে ইসরাইল।