২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:১৫:০৯ পূর্বাহ্ন
রাজশাহীতে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৫-১২-২০২২
রাজশাহীতে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে কিশোর গ্যাং গ্রুপের গ্রুপ লিডার পলাশসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান র‌্যাব।

র‌্যাব জানান, বর্তমান সময়ে যুবক বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে , র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৪ ডিসেম্বর সন্ধা সাড়ে ৭ টার দিকে চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়নের মহনপুর ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের বাঁশ ঝাড়ের নীচে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়

উক্ত অভিযানে, ক্ষুর ২টি, কলকি-১ টি, এবং গাঁজা- ৩ গ্রামসহ কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সদস্য মোঃ পলাশ আলী (২০) (মূল হোতা), পিতা-মোঃ হযরত আলী, মাতা-মোছাঃ সাকিনা বেগম, আব্দুল্লাহ আল মাহিদ (১৯), পিতা মোঃ মেসবাউল হক মাসুদ, মাতা- মোছাঃ তানজিলা বেগম, মোঃ তানভীর আহমেদ (২১), পিতা-মোঃ এমদাদুল হক, মাতা- মোছাঃ কারিমা বেগম, মোঃ আল আমিন @ শাহিন (২০), পিতা-মৃত আবু বক্কর, মাতা- মোছাঃ ইসমত আরা, সর্ব সাং-বালিয়াডাঙ্গা মোহনপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয়। ধৃত কিশোর গ্যাং দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন