২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪২:৩৯ অপরাহ্ন
নিরাপত্তার চাদরে কক্সবাজার
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
নিরাপত্তার চাদরে কক্সবাজার

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভার জন্য প্রস্তুত বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ঘেঁষে গড়ে ওঠা কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন জনসভাস্থলে। 

আর এ জনসভাকে নির্বিঘ্ন করতে জেলা শহরে চারস্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম  বলেন, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলাগুলো থেকে আসা পুলিশ সদস্যদের মাধ্যমে কক্সবাজারে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি সঠিকভাবে দেখভাল করছি।

পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়া মতো।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশপাশের এক কিলোমিটার সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর  রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থলে সার্বক্ষণিক বিদ্যুৎব্যবস্থা রয়েছে। জনসভায় আসা নেতাকর্মীর জন্য নিরাপদ পানি প্রস্তুত রেখেছি। এমনকি জনসভায় কেউ অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্যসেবায় ৫-৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন