০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৩:১৫:৪০ অপরাহ্ন
রাজশাহীতে ওষুধের কারখানায় ভয়াবহ আগুন
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২২
রাজশাহীতে ওষুধের কারখানায় ভয়াবহ আগুন

রাজশাহীত ওষুধের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে নগরীর বিসিক এলাকায় সাহি ল্যাবরেটরি ইউনানি কারখানায় এ ঘটনা ঘটে।

এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।

করাখানার ব্যবস্থাপক সামিউল হুদা জানান, হঠাৎ দুপুরে ইলেকট্রিক ভ্যাসেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং ঘটনাটি বুঝতে পেরে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই। এতে আমাদের প্রায় ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। ভেতরে এসি, ঔষধ আরও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের টিম সময়মতো না আসলে হয়তো পুরো কারখানা পুড়ে যেত।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিক জানান, দুপুর ৩ টার দিকে ফোন আসলে আসরা দ্রুত ঘটনাস্থলে যায় দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মূলত ইলেকট্রিক ভ্যাসেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে। ধারণা করছি দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সময়মতো আসায় ব্যপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন