০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৬:২৯ অপরাহ্ন
রাজশাহীতে ওমেন্স ডলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
রাজশাহীতে ওমেন্স ডলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাজশাহীতে ওমেন্স ডলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ওমেন্স ডল বিউটি পার্লার। বুধবার রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড়ে পার্লারটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ওমেন্স ডল বিউটি পার্লারে স্বত্বাধিকারী তানিয়া আফরিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

তিনি বলেন, বর্তমানে নারীরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে স্বাবলম্বী করতে সেই পথটি দেখিয়েছেন। বর্তমানে নারীরা এখন উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন। শুধু তাই নয় দেশের অনন্য নারী উদ্যোক্তাদের মত রাজশাহীর নারী উদ্যোক্তারাও এগিয়ে যাচ্ছে।

জানা গেছে, ওমেন্স ডল বিউটি পার্লারের ১৮ বছর পদার্পণ উপলক্ষে আগামী ১৮ দিন হেয়ার রিবোন্ডিং, ব্রাইডাল মেক আপ, ও হেয়ার স্পা-তে বিশেষ ছাড় দেয়া হয়েছে।

শেয়ার করুন