২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৫:০৩:১২ অপরাহ্ন
বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের জানাযা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ১৬-০২-২০২৩
বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের জানাযা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়েছে। বুধবার রাত পোনে ১০ টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামের ব্র্যাক মোড়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের জানাযায় উপস্থিত ছিলেন মরহুমের ফুপাতো ভাই রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, মরহুমের ছোট ভাই ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, আব্দুল জব্বার প্রমুখ।

এছাড়াও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

মরহুমের জানাযায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি সহ মরহুমের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের দাফন করা হয়েছে।

শেয়ার করুন