২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৮:২৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
ফ্রান্সে ৩৫ লাখ মানুষের বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৩
ফ্রান্সে ৩৫ লাখ মানুষের বিক্ষোভ

ফ্রান্স সরকারের পেনশন সংস্কার নীতির প্রতিবাদে ৩৫ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দেশটিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


ফরাসি ডেইলি লে ফিগারোর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা একটি বড় ট্রেড ইউনিয়নকে উদ্ধৃত এমন প্রতিবেদন প্রকাশ করেছেন লে ফিগারো।


খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে সরকার ঘোষিত সংস্কার পরিকল্পনার প্রতিবাদে দেশটির সব সেক্টরের শ্রমিকরা সমাবেশে অংশ নিয়েছেন।


সংবাদমাধ্যমটির মতে, জেনারেল লেবার কনফেডারেশন (সিজিটি) ফ্রান্সজুড়ে রাস্তায় ৩৫ লাখ বিক্ষোভকারীকে গণনা করেছে। তবে ফরাসি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণায় দাবি করেছে, বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ১৩ লাখ মানুষ।


গত ৩১ জানুয়ারি ফরাসি সরকারের আনা সংস্কারের বিরুদ্ধে আগের বিক্ষোভে আনুমানিক ১২ লাখ ৭০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।


ফ্রান্স সরকারের সংস্কার পরিকল্পনা অনুযায়ী, অবসরের বয়স বাড়িয়ে ৬২ থেকে ৬৪ করা হয়েছে, যা কার্যকর হবে ২০৩০ সাল থেকে। এ ছাড়া পেনশনের পুরো টাকা পেতে হলে কমপক্ষে ৪৩ বছর চাকরি করতে হবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে প্রতিবাদ ও বিক্ষোভ দানা বেঁধেছে।

শেয়ার করুন