২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:০৬:৫৫ অপরাহ্ন
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ব্রাজিল
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ব্রাজিল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।  

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

খেলার মাত্র ৭ মিনিটেই রিচার্লিসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ার হিউয়ান উই-জু। 

খেলার ৪১ মিনিটে পেনাল্টি থেকে শটে গোল নিশ্চিত করেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। 

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে খেলার ৫৭ মিনিটে ফের পেনাল্টি পায় ব্রাজিল। এবারও পেনাল্টি থেকে গোলকিপারকে ডস দিয়ে গোল নিশ্চিত করে দলের ব্যবধান ৩-১ বাড়ান নেইমার।

ব্রাজিল দলটির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেননি সেলেকাওরা। জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে নেইমারের দল।

শেয়ার করুন