বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজে লেডিস কর্ণার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন রোটারি ক্লাবের সহযোগিতায় এই লেডিস কর্ণানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম।
কলেজের অধ্যপক সুলতান মাহমুদ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন লোটারি ক্লাবের সভাপতি শামীম আহমেদ, রোটারিয়ান প্রদীপ মৃধাসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
কলেজ অধ্যক্ষ এসএম রেজাউল ইমলাম বলেন, মেয়েদের পিরিয়ডের কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে হবে না। বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় স্কুলেই রাখা হয়েছে সব ব্যবস্থা। আগে যা গোপন করা হতো। এখন থেকেই কলেজেই সকল ব্যবস্থা থাকবে বলে জানান। কলেজের একটি নির্ধারিত স্থানে স্যানেটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে তারা স্বাচ্ছন্দ্যে বিনাপয়সায় ব্যবহার করতে পারবে।
কলেজের ছাত্রীরা জানান, এই ধরনের ব্যবস্থা চালু হওয়ায় আমরা অনেক খুশি হয়েছে। আগে অনেক ক্লাস মিস হতো বা কলেজে আসতে পারতাম না এখন থেকে সেই বাঁধা আর থাকবে না বলে জানান তারা।