২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৫:০৯ অপরাহ্ন
জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি, যা বললেন দীঘি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৩
জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি, যা বললেন দীঘি

পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

এমন খবর প্রকাশ্যে আসার পর প্রার্থনা ফারদিন দীঘি দাবি করছেন ওই স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। অথচ এক ভিডিও বার্তায় ওই আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে দর্শকদের জানিয়েছিলেন।

সমালোচনার মাঝে দীঘি বলেন, আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না। যারা বলছেন- তারা ভুল বলেছেন। আমি দুবাইয়ের এনারায় জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে গেছি। আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ ছড়নো হচ্ছে। সেখানে সাকিব আল হাসান গেছেন, আমি যাইনি।

শেয়ার করুন