০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৬:১৭ অপরাহ্ন
রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৩
রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি

 রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে রোববার বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে। রাত ১২টার দিকে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হয়েছে। বিকেলে ২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর রাতে ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে ধুলাবালু মুছে রাজশাহীর প্রাণ-প্রকৃতিতে সজীবতা ফিরেছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ মার্চ দুপুরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজশাহীর কিছু জায়গায় সেই বৃষ্টি হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টার বৃষ্টি রাজশাহীর সব জায়গায় হয়েছে। গত শুক্রবার থেকেই রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শনিবার রোদ থাকলেও রোববার সারা দিনই মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বিকেলের দিকে তা বেড়ে যায়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত ২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। মাঝে বিরতি দিয়ে রাত ৯টার দিক থেকে আবার বৃষ্টি শুরু হয়। রাত ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ মিলিমিটার।

তিনি বলেন, বৃষ্টির কারণে রাজশাহীর তাপমাত্রা কমে গেছে। গত সপ্তাহে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির ওপরে। এবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে নেমে এসেছে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবদুস সালাম আরও বলেন, রাজশাহীতে কয়েক দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। এর মধ্যে রোববার দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

শেয়ার করুন