২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:১৬:১৯ পূর্বাহ্ন
বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুন
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুন

বান্দরবানের থানচির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ের একটি গেস্টহাউস থেকে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ে একটি গেস্টহাউস থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৫০টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই বাজারে ৫০টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আবুল মনসুর বলেন, অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত ২২ মার্চ থানচির বলি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

শেয়ার করুন