০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:০৯:৪৫ পূর্বাহ্ন
মোহনপুরে মহান মে দিবস পালিত
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৩
মোহনপুরে মহান মে দিবস পালিত

শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে মোহনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বেলা ১২ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয় মোহনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল এর পরিচালনায়।

উপস্থিত ছিলেন রাজশাহী-৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা, অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইসরাফিল হোসেন রনি সদস্য সচিব হুমায়ন কবির, সাধারন সম্পাদক, প্রধান শিক্ষক শহিদুল আলম,সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, আতাউর রহমান, শফিকুল ইসলাম, র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এ সময় প্রধান অতিথি আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস ও গুরুত্ব উল্লেখ করে শ্রমিকদের সচেতন করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন