২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৩৮:৫৯ পূর্বাহ্ন
নালায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৩
নালায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

খোকসায় বন্ধুদের সঙ্গে নালায় গোসলে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্র রাফিকের (১৩) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।  বিকাল ৫টার দিকে নদী খননের ড্রেজারের পানি অপসারণের নালার তলদেশ থেকে ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে তারা।

রাফিক উপজেলার কোমরভোগ খালপাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ওয়ার্ড মেম্বার আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুলছাত্র রাফিক ও তার বন্ধুরা গনেশপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল করতে নামে। এ পর্যায়ে ড্রেজারের পানি আর বালির তোলে রাফিক হারিয়ে যায়। অন্যরা বাড়ি ফিরে রাফিকের নিখোঁজ হওয়ার ঘটনা জানায়।  খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান পরিচালনা করে কিন্তু ব্যর্থ হয়। 

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা কাদা মাটিতে ঢেকে যাওয়া অবস্থা থেকে স্কুলছাত্রটিকে উদ্ধার করতে সক্ষম হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন