২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৮:০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কমিটি বিলুপ্ত ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৩
দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহী দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের বিশেষ সাধারণ সভায় সাংবাদিকদের দুইটি সংগঠনের দুই বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়েছে।


আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা মিনি হলরুমে এ কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। সাধারন সভায় সাংবাদিক মিজান মাহীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির। এ সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ বিলুপ্ত ঘোষণা করা হয়।

একই সেই সাথে অপর একটি সভায় নির্বাচনের প্রক্রিয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সহ-সভাপতি এস এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সাংবাদিক সমাজের সহ সভাপতি এস এম শাহাজামাল প্রামানিক, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা তুষার,সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা প্রমূখ।

শেয়ার করুন