২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪২:১৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ট্রকের ধাক্কায় শিশু নিহত, পালিয়ে যাওয়া চালক র‍্যাবের হাতে গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রকের ধাক্কায় শিশু নিহত, পালিয়ে যাওয়া চালক র‍্যাবের হাতে গ্রেফতার

আতিকুল্লাহ আরিফ স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া গতিতে ট্রাকের ধাক্কায় ৩ বছরের শিশু নিহতের ঘটনায় প্রধান আসামী চালক, মোঃ জহিরুল ইসলাম (২৬) নামে একজনকে গ্রেফতার করেছেন র‍্যাব-৫।


গ্রেফতারকৃত, মোঃ জহিরুল ইসলাম ঢাকা সাভার থানার সাদাপুর কাজিপাড়ার মোঃ আলেক মিয়ার ছেলে।


উল্লেখ,শনিবার (১৭ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ হরিনগর এলাকায় পাথর বোঝাই ট্রাক চাপাই আরাফাত হোসেন নামে তিন বছরের ওই শিশুর মৃত্যু হয়।


জানা গেছে, শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। রাস্তা পারাপারের সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন দিক থেকে শিশুটিকে চাপা দিলে, পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।


সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‍্যাব-৫, এর রাজশাহীর একটি অপারেশন দল ওই দিনেই ৩ ঘন্টার মধ্যে পালিয়ে যাওয়া ড্রাইভারকে উপজেলার শিবগঞ্জ রানীহাটি বাজার সরকারের মোড় থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব কাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের গণমাধ্যমকে পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য নিশ্চিত করেছেন।


এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে।

শেয়ার করুন