২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:৩৩:২৫ অপরাহ্ন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নির্বাচন কমিশনে (ইসি) আপীল করে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার শুনানি শেষে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 


সচিব বলেন, ‘আজকে চারজনের শুনানি ছিল। এতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর বাকি দুজন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূইয়া ও শেখ আসাদুজ্জামান জালালের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রয়েছে। অর্থাৎ এই দুজনের আপিল না মঞ্জুর করা হয়েছে।’ 


গত ১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এরপর নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে আজকে শুনানির তারিখ ছিল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। 


গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।


শেয়ার করুন