২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৭:৪৭ অপরাহ্ন
রাজধানীতে সাবেক রেল কর্মকর্তার আত্মহত্যা
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৩
রাজধানীতে সাবেক রেল কর্মকর্তার আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে রাজধানীতে রেলের সাবেক এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। চকবাজারের বকশিবাজার লেনের তেজপাতা গলি এলাকার রোববার এ ঘটনা ঘটে।


সাবেক রেল কর্মকর্তা আব্দুল হাকিম মিয়াকে (৭০) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের ছেলে আল হাসান বলেন, ‘আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। ২০২২ সালে চাকরির থেকে অবসর নেন। বিকেলের দিকে পারিবারিক একটি বিষয়ে কাটাকাটির এক পর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেযন। পরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে পড়েন।


‘বেশ কিছু সময় পার হয়ে গেলেও দরজা না খোলায় আমরা দরজার ফাঁকা দিয়ে দেখতে পাই বাবা ঝুলে আছেন। পরে দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’


শেয়ার করুন