২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:০১:৩১ পূর্বাহ্ন
টাকার মান আরও কমল
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২২
টাকার মান আরও কমল

ডলারের বিপরীতে টাকার মান আরও এক টাকা কমল। ব্যাংকগুলো আমদানির জন্য সোমবার প্রতি ডলার বিক্রি করেছে ৯২ টাকা করে। মঙ্গলবার তা ১ টাকা বাড়িয়ে ৯৩ টাকা করে বিক্রি করে। তবে কোনো কোনো ব্যাংকে আরও বেশি দামে ডলার বিক্রি হচ্ছে।

এদিকে মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা দরে। আগের দিন শুরুতে ৯১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হলেও দিন শেষে তা ৯২ টাকায় উঠে। 

এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য মুদ্রার দামও বাড়ানো হয়েছে। প্রবাসী আয় ৯১ টাকা থেকে ৯২ টাকা দরে কিনছে। রপ্তানি বিল কিনছে ৯১ টাকা ৯০ পয়সা থেকে ৯২ টাকা দরে।

এখন সরকারি ও বেসরকারি ব্যাংকে ডলারের দাম প্রায় সমান হয়ে গেছে। আগে সরকারি ব্যাংকে কম ছিল। বেসরকারি ব্যাংকে বেশি ছিল। বাজারে প্রতিযোগিতায় সমতা আনতে এ ব্যবস্থা করা হয়েছে।

আমদানির দেনা পরিশোধের জন্য আগাম ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ৯৬ টাকা দরে। আগের দিন এসব ডলার বিক্রি হয়েছে ৯৫ টাকা দরে। অনেক ব্যাংক রপ্তানির বিল পরিশোধের জন্য ৩ থেকে ৪ মাসের আগাম ডলার কিনে রাখছে। এদিকে নগদ ডলার বিক্রি হচ্ছে ৯৩ থেকে ৯৭ টাকা দরে।

শেয়ার করুন