চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় জুতার কারখানায় লাগা আগুনে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ ও দোকান মালিকেরা।
বুধবার (৮ জুন) সকালে নগরীর সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, বুধবার ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন হয়। আগুনে টিনশেড আধা পাকা ছয়টি জুতার কারখানা এবং একটি মুদির দোকান পুড়ে গেছে।
কারখানাগুলোতে জুতা তৈরির প্লাস্টিক সরঞ্জাম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।