২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:২৪:২১ অপরাহ্ন
২১০ ইউক্রেনীয় সেনার লাশ ফেরত পাঠাল রাশিয়া
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
২১০ ইউক্রেনীয় সেনার লাশ ফেরত পাঠাল রাশিয়া

যুদ্ধে নিহত ২১০ ইউক্রেনীয় সৈন্যের লাশ কিয়েভে পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশিরভাগই মারিউপোলে নিহত হয়েছেন। 

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোল দখলে রাশিয়া সর্বাত্মক হামলা চালায়। ইউক্রেনীয়রা কয়েক সপ্তাহ ধরে আজভস্টাল স্টিল ওয়ার্কগুলোতে আটকে ছিল। ইউক্রেনের সেনারা গত মাসে আত্মসমর্পণ করে এবং রাশিয়া তাদের হেফাজতে নেয়। 

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর টুইটারে বলেছে, ‘মারিউপোলের যোদ্ধাদের লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত আমাদের ২১০ সেনার মরদেহ ফেরত দেওয়া হয়েছে। বেশিরভাগ সেনাসদস্যই আজভস্টাল রক্ষায় জীবন দিয়েছে।’ 

অধিদপ্তর বলেছে, ‘আটক ইউক্রেনীয় সেনাদের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে।’ 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে আটক হওয়া এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনাকে রাশিয়া আটক করে নিয়ে যায়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে আজভস্তাল থেকে বন্দি করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ ও আঞ্চলিক বাহিনীও রয়েছে।’ 

প্রসঙ্গত, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।

শেয়ার করুন