গত ২৩ জুলাই সন্ধায় দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান এর দিক নির্দেশনায় একটি চৌকস টিম একাধিক ফৌজদারি অপরাধের মামলার বিদেশ পলাতক আসামী মো: হাসান(৪৭)কে গ্রেফতার করেছেন তার নিজ বাড়ী উত্তর সুজাপুর থেকে।
২০০৮ সালের পর থেকে
ফৌজদারি অপরাধের একাধিক মামলা তার বিরুদ্ধে রুজু হলেও আত্মগোপন করে ছিলেন প্রায় ১৫ বছর।
দেশের বাহিরে বাহরাইনে গাড়ীচালক হিসেবে কর্মরত ছিলেন।তবে বিভিন্ন উৎসবে দেশে এলেও থাকতো ধরাছোয়ার বাইরে। এবার আর নিজেকে আত্মগোপনে রাখতে পারলেননা হাসান।
বিদেশ পলাতক আসামী হাসান (৪৭)উত্তর সুজাপুর গ্রামের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা মোঃ মেহেদুল ইসলাম সরকারের ছেলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান।
নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, তাকে ছাড়িয়ে নিতে লক্ষাধিক টাকার অফার করলেও নির্লোভ অফিসার ইনচার্জ তার পেশাকে কলংকিত করেননি।
প্রসঙ্গত, তার বিরুদ্ধে জিআর ৩০/০৮ মামলাটি সহ অন্যান্য মামলাগুলি বিচারাধীন রয়েছে।
আসামী হাসানের অপরাধ চক্রের একটি সংবদ্ধ দল এখনো ফুলবাড়ীতে সক্রিয় রয়েছে। তাদের প্রতি গোয়েন্দা নজরদারির প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
ওয়ারেন্ট ভুক্ত এই আসামীকে ২৪ জুলাই দুপুর একটার সময় আসামি বহনকারী প্রিজন ভ্যানে আদালতে প্রেরন করা হয়।