২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:০১:২২ পূর্বাহ্ন
বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৩
বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে

ক্রিকেট হোক বা ফুটবল- দুই খেলাতেই বিশ্বকাপের আগে বিশ্ব ভ্রমণে বের হয় ট্রফি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও বের হয়েছে বিশ্ব ভ্রমণে। এবার আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বিশ্বকাপের ট্রফি।


৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশ্বকাপের ট্রফি থাকবে ঢাকায়। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক আলোচনায় বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতেও। দেশের একটি সংবাদ মাধ্যমকে এমনটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।


বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’


এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। 

শেয়ার করুন