২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৩:১১ অপরাহ্ন
লাদাখে চীনের কর্মকাণ্ড নিয়ে মার্কিন জেনারেলের সতর্কবার্তা
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
লাদাখে চীনের কর্মকাণ্ড নিয়ে মার্কিন জেনারেলের সতর্কবার্তা

লাদাখের কাছে চীনের কর্মকাণ্ড ‘চোখ খুলে দেওয়ার মতো’ এবং সেখানে চীনের নির্মাণ করা কিছু অবকাঠামো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন একজন শীর্ষ মার্কিন জেনারেল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের শীর্ষ কর্মকর্তা জেনারেল চার্লস এ ফ্লিন বলেন, হিমালয় সীমান্ত জুড়ে  লাদাখ অঞ্চলে চীনের পরিকাঠামো নির্মাণকে ‘অস্থিতিশীল ও অস্থিরতার উদ্রেককারী আচরণ’ বলে অভিহিত করেছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি এই কর্মকাণ্ড যে স্তরে রয়েছে তা চোখ খুলে দেওয়ার মতো। আমার ধারণা ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে যে কিছু অবকাঠামো তৈরি করা হচ্ছে তা উদ্বেগজনক।

জেনারেল ফ্লিন বলেন, এই অঞ্চলে চীনের ‘ক্রমবর্ধমান ও কপট পথ এবং অস্থিতিশীল ও অস্থিরতার উদ্রেককারী আচরণ একেবারেই সহায়ক নয়’। 

তিনি আরও বলেন, আমি মনে করি যে চীনারা (প্রদর্শন) করে এমন কিছু  আচরণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।  

শেয়ার করুন