০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৯:৩২ অপরাহ্ন
টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত দলে জোড়া দুঃসংবাদ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত দলে জোড়া দুঃসংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগমুহূর্তে জোড়া দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। 

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দুই তারকা খেলোয়াড় লোকেশ রাহুল ও কুলদিপ যাদব।  

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের আগমুহূর্তে অধিনায়ক রাহুলকেই হারাতে হলো ভারত দলকে। আর অধিনায়কত্বের ভার কাঁধে পড়েছে উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তের ওপর। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জেতা অধিনায়ক হার্দিক পান্ডিয়া থাকছেন পান্তের ডেপুটি হিসেবে।

বিসিসিআই জানিয়েছে, কুঁচকির ইনজুরিতে পড়েছেন রাহুল আর ব্যাটিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন বাঁহাতি লেগস্পিনার কুলদিপ। দুজনের ফিরতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

তবে রাহুলের ইনজুরি সারতে সময় লাগবে বলেই আভাস। আসন্ন ইংল্যান্ড সফরে খেলতে পারবেন কিনা রাহুল, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। ইংল্যান্ড সফরের জন্য রোহিত শর্মার অধীনে ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছিল রাহুলকে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), রুতুরাজ গাইকদ, ইশান কিশান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভেংকটেশ আইয়ার, ইয়ুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেশ খান, আর্শদিপ সিং ও উমরান মালিক।

শেয়ার করুন