০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০১:০৮:০১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচ সদস্য নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত অঞ্চলে এটি বিধ্বস্ত হয়। খবর সিবিএস নিউজের।

মেজর ম্যাসন অ্যাঙ্গেলহার্ট বলেন, তৃতীয় মেরিন এয়ারক্র্যাফ্ট উইংয়ের অধীনে থাকা এমভি-২২ ওসপ্রে ক্যালিফোর্নিয়ার গ্ল্যামিস এলাকার কাছে মরুভূমিতে বিধ্বস্ত হয়। স্থানীয় বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

অ্যাঙ্গেলহার্ট জানান, ওই বিমানে পাঁচ নৌসেনা ছিলেন।

তবে বিমানের মধ্যে মোট কতজন ছিলেন তা তিনি নিশ্চিত করেননি।

যুক্তরাষ্ট্রের মেরিন কর্প বুধবার রাতে টুইটারে জানায়, নৌবাহিনীর পাঁচ সদস্যের ‘অবস্থা’ সম্পর্কে জানার ‘অপেক্ষায় রয়েছে’ তারা।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

নৌবাহিনীর তথ্যমতে, ওসপ্রে এমন এক সামরিক বিমান যার মাধ্যমে সেনা ও সরঞ্জাম পরিবহন করা হয়। এটি হেলিকপ্টারের মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারে আবার উড়তে পারে উড়োজাহাজের মতো।

শেয়ার করুন