২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৯:৫১ অপরাহ্ন
ভিডিও থেকে ঝকঝকে ছবি পেতে ক্রোম ব্রাউজারে নতুন ফিচার
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৩
ভিডিও থেকে ঝকঝকে ছবি পেতে ক্রোম ব্রাউজারে নতুন ফিচার

ভিডিওর স্ক্রিনশট এখন সহজে নেওয়া যাবে গুগল ক্রোম ব্রাউজারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলেছে, ক্রোম ব্রাউজার থেকেই ভিডিওর ফ্রেম কপি করা যাবে। এই ফিচারটির মাধ্যমে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া আরও সহজ হবে।

ক্রোমের সর্বশেষ ভার্সনে এই ফিচারটি আসবে বলে জানিয়েছে গুগল। যদিও উইন্ডোজ ১১–এ ক্রোমের ১১৬.০.৫৮৪৫.১৪১ ভার্সনে এই ফিচারটি এখনো দেখা যায়নি। গুগল বলছে, এই ফিচারটি শিক্ষার্থীদের জন্য অনেক কাজে দেবে। ফিচারটি টাইটেল বা বাড়তি জিনিস যেমন, টাইটেল বার, প্লে ও পজ বাটন ইত্যাদি বাদে শুধু ভিডিও ফ্রেমের উন্নত–মানের স্ক্রিনশট নিতে সহায়তা করবে। 

শেয়ার করুন