রাজশাহীতে পূর্ব শক্রতার জেরে এক নারীকে মারধরের পরে তার হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে পুঠিয়া পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক স্বরণ রহমান ও তার বাবা সেলিম ইবনে টিপু বিরুদ্ধে। শনিবার রাতে পুঠিয়া উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর নারীর আসমা বেগম। আসমার ছেলে মেহেদী হাসানের সাথে পূর্বশত্রুতার জেরে পুঠিয়া পৌর ছাত্রলীগ নেতা স্বরণ ও তারা বাবা সেলিম ইবনে হক টিপু শনিবার রাতে পুঠিয়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসুয়া ও হাতুড়ি দিয়ে মারতে আসে। এসময় মা আসমা বেগম তাদের বাধা দিতে গেলে তাদের হাশুয়ার কোপে আসমা বেগমের ডান হাতের আঙ্গুল কেটে পড়ে যায়। মেহেদী হাসানের বাবাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। ঘটনার পর ভুক্তভোগী আমসা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়াডে ভর্তি রয়েছে। পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনার পর জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুই জনের নামে মামলা করেছেন। অভিযুক্ত স্বরণ ও তার বাবাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।