০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৫:৫৭ অপরাহ্ন
বাঘায় বিএনপি নেতা জহুরুল ইসলাম মারা গেছেন
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৩
বাঘায় বিএনপি নেতা জহুরুল ইসলাম মারা গেছেন

রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রানা (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি..রাজিউন)। জহুরুল ইসলাম রানা বাউসা মহাবিদ্যালয়ের প্রভাষক ও বাঘা পৌরসভার মুশিদপুর গ্রামের বাসিন্দা।


রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। সোমবার দুপুর ২টায় বাঘা শাহী মসজিদ মাঠে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।


শেয়ার করুন