২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৪:৪৫ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটিতে যাচ্ছে রাবি
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৩
দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটিতে যাচ্ছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস আগামী ২২ অক্টোবর (রোববার) থেকে ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে অফিস আগামী ২৩ অক্টোবর (সোমবার) থেকে ২৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা ও টেলিফোনসহ অতি জরুরি বিভাগ যথারীতি চালু থাকবে।


আবাসিক হল গুলো খোলা থাকবে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ছুটির মধ্যে হল গুলো খোলা থাকবে।


শেয়ার করুন