সোমবার (২৫ জুলাই) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(রুয়েট)-এ আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
। রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন
এন্ড কমিউনিকেশন টেকনোলজির, এর সহযোগিতায় এবং আমেরিকান
এ্যাম্বেসী, ঢাকা ও আমেরিকান কর্ণার, রাজশাহীর আয়োজনে এই কর্মসূচি
অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে দুপুর ১:৩০ টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর সাথে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান
রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন
স্টিভেন্স সহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুর ১:৫০ টায়
রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে
আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
সম্মানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান
রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন
স্টিভেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-
চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাস,
ঢাকার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ,দপ্তর, শাখা প্রধানবৃন্দ,
শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। এরপর দুপুর ২:৩০ টায় ইসিই বিভাগের হল রুমে
আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে
বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ
মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স , রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো.
রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন
সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।