২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৩৮:৪১ অপরাহ্ন
মির্জা ফখরুলকে মাইক্রোবাসে তুলে নেওয়া হলো
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৩
মির্জা ফখরুলকে মাইক্রোবাসে তুলে নেওয়া হলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যায়, মাইক্রোবাসে ডিবি পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে। মাইক্রোবাসের গ্লাস কালো হওয়ায় মির্জা ফখরুলকে দেখা যায়নি। আজ রোববার সকাল সাড়ে নয়টা নাগাদ এ ঘটনা ঘটে। 


ডিবি পুলিশ মির্জা ফখরুলকে আটক করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসেন, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক খুলে নেন। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যায়।’


রাহাত আরা বলেন, ‘মির্জা ফখরুল প্রচন্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ।’


এর আগে, আজ সকাল আটটার পর বিএনপি মহাসচিবের গুলশানের বাসার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


শেয়ার করুন