০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:০৭:৫৩ পূর্বাহ্ন
প্রথম দিন টানেল পাড়ি দিয়েছে ৩০৮৯ গাড়ি, টোল আদায় ৬ লাখ টাকা
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৩
প্রথম দিন টানেল পাড়ি দিয়েছে ৩০৮৯ গাড়ি, টোল আদায় ৬ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেয়ার পর প্রথমদিনে ১৪ ঘণ্টায় তিন হাজারের বেশি যানবাহন চলাচল করেছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এই টানেল উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টায় তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।


বঙ্গবন্ধু টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টা পর্যন্ত যানবাহন চলাচল করেছে মোট ৩ হাজার ৮৯টি। আর টোল আদায় হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা।”


সে হিসেবে প্রথম দিন ঘণ্টায় টানেল দিয়ে চলেছে গড়ে ২২০টি গাড়ি।


মো. বেলায়েত হোসেন বলেন, “সকালের দিকে গাড়ির সংখ্যা একটু কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে। সন্ধ্যায় আরো বেড়েছে। দুপুরের পর থেকে যাত্রীবাহী ও পণ্যবাহী উভয় গাড়ির সংখ্যাই বেড়েছে।”


শেয়ার করুন