০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৫:৫৭ অপরাহ্ন
হাউটজার মজুদ করা গুদাম গুড়িয়ে দিল রাশিয়া
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
হাউটজার মজুদ করা গুদাম গুড়িয়ে দিল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার তাদের সেনারা ইউক্রেনের লভিভ প্রদেশে অবস্থিত একটি সামরিক গুদামে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে গুদামটি ধ্বংস করা হয়েছে সেটিতে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর পাঠানো অস্ত্র ছিল। 

যার মধ্যে ছিল হাউটজার কামান। এটি অত্যাধুনিক কামান, যা সহজে বহন করা যায় এবং যার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।

এ ব্যাপারে একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উচ্চ-ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার কালিবার মিসাইল লভিভ প্রদেশের জোলোচেভে একটি বিদেশি অস্ত্র মজুদকৃত গুদাম ধ্বংস করেছে। যেগুলো ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে পাঠানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৫৫-মিলিমিটার এম৭৭৭ হাউটজার কামান।

ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার বলেছিলেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ক্রুস মিসাইল আটকে দিতে সমর্থ হয়েছে। রাশিয়া এ মিসাইলগুলো লভিভ এবং তেরনোপিলকে লক্ষ্য করে ছুড়েছিল।

তবে ইউক্রেনের পক্ষ থেকে স্বীকার করা হয় রাশিয়ার কিছু মিসাইল  লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সমর্থ হয়। 

প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও রাশিয়ার সফল মিসাইল হামলার বিষয়টি স্বীকার করেছিলেন। 

তিনি বলেছিলেন, শুধুমাত্র (মিসাইল হামলার) একটি অংশকে  আটকে দেওয়া সম্ভব হয়েছে। দুর্ভাগ্যবশত সেখানে আহত আছে এবং ধ্বংস আছে। 

শেয়ার করুন