২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৯:১৭ অপরাহ্ন
১০ ঘণ্টায় দেশজুড়ে আগুনে পুড়ল ৯ যানবাহন: ফায়ার সার্ভিস
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৩
১০ ঘণ্টায় দেশজুড়ে আগুনে পুড়ল ৯ যানবাহন: ফায়ার সার্ভিস

সারা দেশে ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ৯টি বাসে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সব চেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকা মহানগরীতে। বিগত ১০ ঘণ্টায় ঢাকা মহানগরীতে অন্তত ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে।


রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজের সামনে ১টি, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে ১টি, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে ১টি, যাত্রাবাড়ী চৌরাস্তা ১টি, মিরপুর-১৪ এর কাফরুল থানার সামনে ১টি, রূপনগর থানার সামনে ১টি ও সূত্রাপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


 এ ছাড়া, গাজীপুর মহানগরীর যোগীতলায় একটি পিকআপ ভ্যানে ও বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।


শেয়ার করুন