২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৯:৫৮:০৯ পূর্বাহ্ন
নাটোরে দুটি বাসে আগুন
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৩
নাটোরে দুটি বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের নিচে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় পরিবহনের বাসে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ফিরোজ কুতুব বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

নাটোর সদর থানা কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে চেষ্টা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করা নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্তকরণে করে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন