০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০১:৩৩:৪১ অপরাহ্ন
আরএমপি শাহমুখদুম থানার অভিযানে চুরি যাওয়া ট্রাক উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
আরএমপি শাহমুখদুম থানার অভিযানে চুরি যাওয়া ট্রাক উদ্ধার

রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌনে ১০ টার দিকে জেলার পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ট্রাক উদ্ধার করা হয়। আজ শুক্রবার (১৭ জুন) বিকালে আরএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মো. রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার গোদাগাড়ী থানার ভগবন্তপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে মো. সাইদুর রহমানের একটি ট্রাক গত বুধবার (১৫ জুন) ভোর রাত ৪ টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাভের ভিতরে মো. শহিদ মিস্ত্রীর ট্রাক গ্যারেজ থেকে চুরি হয়। ভুক্তভোগীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা পরে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাক উদ্ধার-সহ চোরকে গ্রেপ্তারে অভিযান চালায়। পরে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মো. আব্দুল মতিন ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত ট্রাক চোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন