২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন
ককটেল ফাটাতে বাধা দেওয়ায় একজনকে গুলি করে হত্যা
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৩
ককটেল ফাটাতে বাধা দেওয়ায় একজনকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে ককটেল ফাটাতে বাধা দেওয়ায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন তিনজন।


শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নীলক্ষেত বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া। তিনি নিলখার বীরগ্রামের শামস মিয়ার ছেলে।


নিহত স্বজনরা জানান, সন্ধ্যায় পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের বেশ কয়েকজন যুবক বীরগাঁও গ্রামের জুলহাস মিয়ার মুরগির খামারের সামনে ককটেল ফাটাতে থাকেন। জুলহাস তাদের নিষেধ করেন। এতে তারা জুলহাসের ওপর ক্ষিপ্ত হয়ে চলে যান। এর কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে তারা জুলহাসকে গুলি করেন।




এসময় তার স্বজনরা বাধা দিতে এলে তাদেরও গুলি করেন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ রওয়ানা দিয়েছে। শুনেছি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

শেয়ার করুন