২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১৩:২৮ অপরাহ্ন
তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৩
তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না

তত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নাহলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।


আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধনে এই কথা বলেন বিএনপির নেতারা। রোববার সকালে নগরীর মালোপাড়া এলাকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী মহানগর বিএনপি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে জেল ভরছে ও মামলা দিচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের উপর হামলাও চালাচ্ছে। তবে এই জুলুম ও চালিয়ে এই সরকারের শেষ রক্ষা হবে না। কারণ এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ইশা। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।


শেয়ার করুন