২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৭:১৪ অপরাহ্ন
চট্টগ্রাম ওয়াসার অনিয়ম-দুর্নীতির তদন্তে দুদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৩
চট্টগ্রাম ওয়াসার অনিয়ম-দুর্নীতির তদন্তে দুদক

চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার সকালে দুদকের তিন সদস্যের একটি টিম ওয়াসা ভবনে গিয়ে বিভিন্ন প্রকল্পের নথিপত্র জব্দ করেছে। দুদক- চট্টগ্রামের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে দুদক টিম ওয়াসায় যায়।


সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসায় বিগত ১০ বছর বা তার আগেরসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক-অনিয়ম দুর্নীতির অভিযোগ কমিশনে জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকল্পের অধীনে প্রকৌশলী নিয়োগ ও পরে তাদের স্থায়ী করা, পাম্প অপারেটর নিয়োগ ও মিটার পরিদর্শক নিয়োগে দুর্নীতি, শত শত কোটি টাকার যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এসব প্রকল্পেও অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে। ওয়াসার একাধিক শীর্ষ কর্মকর্তাও রয়েছেন অভিযুক্তের তালিকায়।


দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘ওয়াসার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ আগে থেকে ছিল। বিষয়টি তদন্ত করতে আমরা ওয়াসায় গিয়েছিলাম। ওখানে আধঘণ্টার মতো ছিলাম। প্রয়োজনীয় কিছু নথিপত্রও আমরা সংগ্রহ করেছি। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’


শেয়ার করুন