২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৬:৫৩:৫১ পূর্বাহ্ন
চট্টগ্রামে পেঁয়াজের দাম খুচরায় এখনো বাড়তি
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২৩
চট্টগ্রামে পেঁয়াজের দাম খুচরায় এখনো বাড়তি

দেশের ভোগ্যপণ্যের বড় বাজার চাক্তাই-খাতুনগঞ্জে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে এখনো বাড়তি। কেজিপ্রতি ৮০ টাকার কমে আমদানি করা ভারতীয় ভালোমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। নিুমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। গত সপ্তাহের শুরুতে এক লাফে যে হারে দাম বেড়েছিল, সে অনুপাতে দাম কমেনি। এখনো প্রতি কেজি পেঁয়াজে ব্যবসায়ীরা মুনাফা করছে ৬০ টাকার বেশি। উপজেলাগুলোতে পেঁয়াজের দাম এখনো আকাশচুম্বী। একইভাবে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় নতুন করে কমেছে সব ধরনের সবজির দাম।


সরকার কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিলেও বাজারে তার কোনো প্রভাব নেই। বিক্রেতারা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় কৃষকপর্যায়েই দাম বেশি। তার প্রভাব পড়েছে বাজারে। ক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দাম কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকে। নির্ধারিত দাম বাজারে কার্যকর হয়েছে কিনা, তা যাচাই করার যেন কেউ নেই। অসাধু ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ অসহায়।

শেয়ার করুন