ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেটারদের জুড়ি মেলা ভার। আইপিএল থেকে শুরু করে বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে রশিদ খান, মোহাম্মদ নবী, ফজল হক ফারুকি—আফগান তারকাদের কারো না কারো দেখা মেলেই। এবার এ ব্যাপারে কঠোর হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তাদের বেশ কজন তারকা ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এসিবি।
মুজিব উর রহমান, ফারুকি, নাভিন উল হক—আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটারকে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এসিবি। তিন তারকা ক্রিকেটারকে আগামী দুই বছর অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বর্তমান অনাপত্তিপত্রও বাতিল করা হয়েছে। ২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিও ঝুলিয়ে রাখা হয়েছে। এসিবি গতকাল এমন সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে এসিবি বলেছে, ‘আফগানিস্তানের হয়ে ক্রিকেট খেলাকে জাতীয় দায়িত্ব হিসেবে ধরা হয়। তবে এসব ক্রিকেটার দেশের চেয়ে বাণিজ্যিক লিগে খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁরা যেহেতু সরে যেতে চাইছেন, এ কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে।’
নিষেধাজ্ঞা দেওয়ার আগে বোর্ড একটি কমিটি নিয়োগ দিয়েছিল ঘটনার সুষ্ঠু তদন্ত করতে। এসিবির বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসিবি জানিয়েছে। এসিবি বলেছে, ‘এসিবির নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এসিবির নীতি ও দেশের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ওপরে স্থান দেওয়ার প্রয়োজনীয়তা প্রত্যেক ক্রিকেটারকে অনুভব করতে হবে।’